ইসমাইল হোসেন রাহাত, ইবি সংবাদদাতা :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন জমা পড়ছে ৪২ হাজার ৪২৯ টি। আগামী ৩ নভেম্বরের মধ্যে প্রথম মেধাতালিকা প্রকাশিত হবে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে, ‘বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এবং জীববিজ্ঞান অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে ৫৫০ আসনের বিপরীতে ২৪ হাজার ৩৪৩টি এবং চারুকলা বিভাগে ৩০টি আসনের বিপরীতে ৫৩৬টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ১২ হাজার ৮৭০টি, বাণিজ্য অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ৫ হাজার ২১৬টি আবেদন জমা পড়েছে।
‘বি’ ইউনিটে ৯৯০টি আসনের মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ৩৩৩টি, মানবিকদের জন্য ৫৭২টি ও বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য ৮৫টি আসন বরাদ্দ রয়েছে। এদিকে ‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের মধ্যে বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য ৩৪৮টি, বিজ্ঞানের জন্য ৬৬টি ও মানবিকের শিক্ষার্থীদের জন্য ৩৬টি আসন বরাদ্দ রয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে এ সকল তথ্য জানা গেছে।
আর.আই/