ইসমাইল হোসেন রাহাত, ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (৩১ অক্টোবর) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহা. কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে ইবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানায় সংগঠনটি।
বিবৃতি সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারকারী ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন “ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব” এর নবনির্বাচিত সভাপতি আবু হুরায়রা ও সাধারণ সম্পাদক মুনতাসিম বিল্লাহ পাপ্পু সহ কার্যনির্বাহী কমিটিকে সংগঠনটির সভাপতি মুহাম্মাদ আল আমীন ও সাধারণ সম্পাদক মোঃ চুন্নু শিকদার (সাইফুল্লাহ) এক যৌথ বিবৃতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “দীর্ঘ তিন দশক ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এক অনন্য নজির স্থাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। আশাকরি নতুন নেতৃত্ব এই ধারাবাহিকতা বজায় রেখে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবেন”।
আর.আই/