ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, ইসলামী অর্থনীতি হলো ভারসাম্যপূর্ণ অর্থনীতি। ইসলাম ছাড়া অন্য কোনো সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় ভারসাম্যতা নেই। দেশের এই সংকটকালীন মুহূর্তেও যদি ইসলামী অর্থনীতি চালু করা হয় তবে দেশে কোনও গরীব থাকবে না।
রবিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলস্থ ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্ব আয়োজিত নগর সম্মেলন ২০২৩-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কল্যাণমুখী রাজনীতির এখন আর অস্তিত্ব নেই। সরকারি দলের সাথে রাজনীতি করলে যাবতীয় সুবিধা ভোগ করা যায়, মন্ত্রিত্ব পাওয়া যায়। সরকারি দল ছাড়া অন্য কোনও রাজনৈতিক দল করলে, মত চর্চা করলে হামলা-মামলা, হত্যা, জেলসহ নানা হয়রানির শিকার হতে হয়। রাজনীতিতে এই বৈষম্যই সরকারের পতন ডেকে আনবে।
তিনি আরও বলেন, ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী সমাজ ব্যবস্থার বিকল্প কিছু নেই।