চট্টগ্রাম পটিয়া উপজেলার জিরিতে একজন হিন্দু যুবক ইসলাম গ্রহন করেছেন।
গত বৃহস্পতিবার (২ মার্চ) জিরি মাদরাসার খানকায়ে আবরারিয়ায় জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়ব তাকে কালিমা পড়ান ও তার নতুন নাম রাখেন আব্দুর রহমান।
তার আগের নাম ছিল প্রান্ত কুমার শীল,পিতা সুকুমার চন্দ্র শীল ও মাতা কৃষ্ণা রাণী শীল। বাড়ি জিরি,পটিয়া, চট্টগ্রাম।
ইসলাম ধর্ম গ্রহন করে আব্দুর রহমান বলেন, ইসলাম সম্পর্কে দীর্ঘদিন ধরে রিসার্চ করে
জানতে পেরেছি ইসলামই একমাত্র সত্য ও শ্রেষ্ট ধর্ম। তাই আমি সেচ্চায় ইসলাম গ্রহন করেছি, আলহামদুলিল্লাহ।