ভারতের তামিলনাড়ু রাজ্যের সুপরিচিত হিন্দু মোটিভেশনাল স্পিকার সাবরি মালা ইসলাম গ্রহণ করেছেন।
ইসলাম গ্রহণ করে সাবরি মালা তার নাম দিয়েছেন ফাতিমা সাবরি মালা। ইসলাম গ্রহণের পর তিনি ওমরাহ পালনের জন্য পবিত্র কাবায় গিয়েছেন।
মক্কায় ফাতিমা সাবরি মালা কাবার গিলাপ সেলাইয়ের কাজে অংশগ্রহণের সৌভাগ্যও অর্জন করেছেন।
ফাতিমা সাবরি মালা বলেন, আপনি যদি খোলা হৃদয়ে পবিত্র কুরআন অধ্যয়ন করেন তবে আপনি সত্যটি জানতে পারবেন। সকল মুসলমানের উচিত কুরআনের সাথে সংযুক্ত হওয়া এবং এর বাণী অন্যদের কাছে ছড়িয়ে দেওয়া।
সূত্র : জিয়ো নিউজ