যুলকার নাইন, নাটোর জেলা প্রতিনিধি:
“যুব সমাজের উন্নয়ন ও ইনসাফপূর্ণ সমাজ বিনির্মানে ইসলাম-ই কার্যকর পন্থা”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ শে মার্চ শুক্রবার বিকেলে দিঘাপতিয়া ফজলুল উলূম বহুমুখী ক্বওমী মাদ্রাসা অডিটোরিয়ামে মোঃ মিনহাজুল ইসলাম এর সভাপতিত্বে ইসলামী যুব আন্দোলন নাটোর জেলার তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা আবদুল কাদের দাঃবাঃ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির উপসম্পাদক
মুফতি মুহাম্মদ আবদুর রাজ্জাক।
সভাপতি তার বক্তব্যে বলেন, ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি জনগনের অধিকার আদায়ের ক্ষেত্রে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে। যে কোন দূর্যোগপূর্ন অবস্থায় ইসলামি যুব আন্দোলন জাতীর আশার প্রদীপ হিসেবে প্রতীয়মান হয়েছে। এই তৃণমূল সম্মেলন থেকে সকলকে এই শপথ গ্রহন করতে হবে যেন ইসলামী যুব আন্দোলনের দাওয়াত বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে পৌঁছে যায় বলে মন্তব্য করেন।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, যুবক সমাজ পৃথিবীর শুরু থেকে আজ অবধি যে কোন আন্দোলন সংগ্রামের প্রাণ রস হিসেবে আবিভূত হয়েছিল। নবী সাঃ এর সময়ে ইসলামের ক্ষেত্রে যুবকদের ভূমি সবচেয়ে বেশি ছিল। ইসলামি শাসন ব্যবস্থা কায়েম করতে ঐক্যবদ্ধ যুব শক্তির বিকল্প নেই।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ইসলামী যুব আন্দোলন এমন একটি সংগঠন যা প্রতিরোধ করার ক্ষমতা আল্লাহ ছাড়া কোন মানুষের নেই। যদি যুব শক্তি তাগুদি শক্তির লেজুরবৃত্তি থেকে বের হয়ে ইসলামি শাসন ব্যবস্থা কায়েমের জন্য প্রচেষ্টা চালায় তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে আজ হোক কাল হোক ইসলাম কায়েম হবেই হবে বলে মন্তব্য করেন।
এছাড়া তিনি ইসলামি যুব আন্দোলনের কাজকে আরো বেগবান করার উদাত্ত আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান সিরাজী, ছাত্র আন্দোলন বাংলাদেশ নাটোর জেলার সভাপতি মিনারুল ইসলাম সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ রাজনীতিবিদ জেলা থানা ও বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।
এন.এইচ/