নাদের চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
“আপনার অধিকার, আপনার দায়িত্ব
দুর্নীতিকে না বলুন”
এ স্লোগানে আজ ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক ফেনীর কার্যালয়ের সামনে সরকারী গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিট যৌথভাবে মানববন্ধন কর্মসুচী পালন করেন।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জেলা প্রশাসক ফেনী জনাব আবু সেলিম মাহমুদ-উল হাসান অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব বদরুল আলম মোল্লা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ফেনী। উক্ত অনুষ্ঠানে সরকারী বিভিন্ন ইউনিট তাদের নিজস্ব ব্যানারে মানববন্ধনে অংশগ্রহন করেন।
আজ ৯ ডিসেম্বর। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে।