ইউক্রেনের সেনাবাহিনী ফেসবুকে জানিয়েছে, আবারো মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা। ফেসবুকে তারা লিখেছে, শত্রুরা উচ্চক্ষমতা সম্পন্ন অস্ত্র দিয়ে হামলা অব্যাহত রেখেছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) কিয়েভ ও লভিভে মিসাইল ছুড়েছে রাশিয়া। ইউক্রেন জানিয়েছে, সকাল ৭টার দিকে রাশিয়ার দুটি বিমান থেকে মিসাইলগুলো ছোড়া হয়েছে। তারা দাবি করেছে, চারটি মিসাইল ভূপাতিত করেছে তারা।
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে সকালে হামলার আগাম সতর্কতা সংকেত (সাইরেন) বেজে ওঠে। টেলিগ্রামে একটি পোস্টে সাধারণ মানুষদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা।
কিয়েভ অঞ্চলের গভর্নর ওলেক্সি কুলেবা বলেছেন, একটি বিভাগে মিসাইল ভূপাতিত করা হয়েছে।
কামেলতোনস্কি বিভাগের সামরিক প্রশাসনের প্রধান সেরহি হামালি বলেছেন, কামেলতোনস্কিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তিনি দাবি করেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী একটি ড্রোন ভূপাতিত করেছে।
সূত্র: সিএনএন, বিবিসি