২০২৩ সালের পাঠ্যপুস্তকের অসঙ্গতি দূর করে নতুন করে সিলেবাস প্রণয়ন করতে হবে এবং শিক্ষার সকলস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবি আদায় করতে হবে। ৬ম ও ৭ম শ্রেণির কেবল দু’টি বই বাতিল করে আন্দোলনকে পশমিত করার চেষ্টা করছে সরকার। তিনি ২৫ ফেব্রুয়ারি পাঠ্যপুস্তকের অসঙ্গতি দূর এবং নিত্যপণ্যের উর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে থানায় থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। তিনি কর্মসূচি সফলের জনণ্যে সকলের প্রতি আহ্বান জানান।
১৮ ফেব্রুয়ারি শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে সুন্দরবন-১০ লঞ্চে ঐতিহাসিক চরমোনাই মাহফিলে আগত নতুন সাথীদের নিয়ে অনুষ্ঠিত দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম এসব কথা বলেন।
ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আলহাজ্ব হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত দাওয়াতী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। দাওয়াতী সভায় বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা জেলা দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হানিফ মিয়া, আলহাজ্ব সুলতান আহমদ খান ও প্রফেসর ডাক্তার কামরুজ্জামান, সাবেক সেক্রেটারী মোঃ হাসমত আলী, জয়েন্ট সেক্রেটারী মোঃ শাহীন আহমদ ও মাওলানা ইলিয়াস হুসাইন প্রমুখ।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ইসলামবিদ্বেষী শক্তির ক্রীড়নক বর্তমান শিক্ষামন্ত্রী সিলেবাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মহীণ জাতি হিসেবে গড়ে তোলার চক্রান্ত করছে। এজন্য তাকে অপসারণ করে পাঠ্যপুস্তকের ভুল ছাপার জন্য ক্ষতিপুরণ আদায় করতে হবে।
এন.এইচ/