এম ওমর ফারুক আজাদ, ফটিকছড়ি (চট্টগ্রাম):
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি (নন কমিউনিকেবল ডিজিজ) কর্ণারের শুভ উদ্বোধন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ এর লাইন ডাইরেক্টর প্রফেসর ডা. মোহাম্মদ রোবেদ আমিন এ কর্ণারের উদ্বোধন করেন।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবীল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মেডিসিন কনসালট্যান্ট ডা.মণিষ সাহা, প্যাডিএট্রিক কনসালট্যান্ট ডাঃ জয়নাল আবেদিন মুহূরী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠান শেষে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অতনু চৌধুরীকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়।
এনসিডি কর্ণার বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তা নাবীল চৌধুরী ঢাকা টাইমসকে জানান, এনসিডি কর্ণারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগে আগত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অন্যান্য অসংক্রামক রোগে আক্রান্ত রোগীদের ওয়ান স্টপ সার্ভিসের আওতায় চিকিৎসা সেবা প্রদান করা হবে এবং রোগীদের নিয়মিত ফলোআপের জন্য চিকিৎসা সহায়িকা বই প্রদান করা হবে। এছাড়াও অসংক্রামক রোগের ঝুকিতে থাকা ব্যাক্তিদের স্ক্রিনিং করে রোগ সনাক্ত করা হবে।