এম ওমর ফারুক আজাদ: চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্গম পাহাড়ি অঞ্চলে পিছিয়ে পড়া ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে ডিসি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব।
৭ ফেব্রুয়ারী (সোমবার) বিকালে উপজলার নারায়নহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ হরিণ মারা ত্রিপুরা পল্লীতে এ বিদ্যালয় ভবনের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে ইউজিডিপির প্রকল্পটির বাস্তবায়ন করছে ফটিকছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, নারায়নহাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, জয়নাল আবেদীন, মীর মোরশেদ, আক্কাস আলী, লক্ষিধন ত্রিপুরা প্রমুখ।