এইচ এম মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত তাড়াশ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নব নির্মিত গেইটের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গার গণ-মানুষের নেতা (৬৪ সিরাজগঞ্জ ৩) তাড়াশ-রায়গঞ্জ সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি মহোদয়।
সুদীর্ঘ দিন হতে তাড়াশ পৌর সদরের প্রাকৃতিক মনোরম পরিবেশে এবং অত্র অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় উচ্চ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান হয়ে তাড়াশ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এ শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে যাচ্ছে ৷ উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমান ভাবে পাল্লা দিয়ে বার বার উপজেলার প্রথম সারির তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছে ৷ এতদ্বসত্তেও প্রতিষ্ঠানটির প্রবেশ পথে গেইট না থাকায় পরিচিতি ফুটে উঠছে না ৷
প্রতিষ্টানটির পরিচিতি তুলে ধরার জন্য বর্তমান পরিচালানা কমিটির সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান মনি ও অত্র প্রতিষ্ঠানের (ভারপ্রাপ্ত ) অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমান এর প্রচেষ্টায় ও গভর্নিং বডির সহযোগিতায় প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে আনুমানিক ১০ লক্ষ টাকা ব্যয়ে প্রবেশ পথে গেইট ও বাউন্ডারি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়৷
(৪ নভেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় তাড়াশ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ও ভিক্তি প্রস্তর স্থাপন করে অত্র মাদ্রাসার গেইট ও বাউন্ডারির আনুষ্টানিক উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সন্জিত কর্মকার, ভাইস-চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ,তাড়াশ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সালাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এস আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, বীর মুক্তিযোদ্ধা এস,এম আঃ রাজ্জাক,পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আঃ রাজ্জাক,মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল করিম, তালম ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আলামিন কায়সার, গভর্নিং বডির সদস্য শিহাব,আঃ মালেক, শিক্ষক প্রতিনিধি সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আনিস প্রধান, বর্তমান ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল,সাধারণ সম্পাদক শামীম আহমেদ আকাশ,পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির প্রমুখ।
এছাড়াও প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা,কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি অত্র প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন ও অতিশীঘ্র প্রতিষ্ঠানের ভিতরের পুকুর ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
অত্র মাদ্রাসার (ভারপ্রাপ্ত ) অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান বলেন, আমি প্রতিষ্টানটির পরিচিতিটা তুলে ধরার চেষ্টা করছি মাত্র ৷ তবে যতদিন বেঁচে থাকব সমাজে সুশিক্ষার আলো ছড়ানোসহ প্রতিষ্টানে নিরলস ভাবে কাজ করে যাব।ইনশাআল্লাহ।