কানাডার শোষণের টাকায় বেগমপাড়া তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসেও শোষণ ও বৈষম্যহীন দেশ পায়নি মানুষ। পাকিস্তানিরা আমাদের শোষণ করত, এখন আমরা শোষিত হচ্ছি দেশের মানুষের কাছে। প্রতিবছর বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হচ্ছে। কানাডার বেগমপাড়া তৈরি হচ্ছে শোষণের টাকায়।
তিনি বলেন, স্বাধীনতার মূলচেতনা ছিল শোষণ ও বৈষম্যহীন সমাজ গঠন। অথচ, আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে স্বাধীনতার মূলচেতনা থেকে দেশকে দূরে সরিয়ে দিয়েছে। সংবিধানের মূল চারটি নীতির তিনটি থেকেই সরে গেছে দেশ।