সাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ কেডি স্কুলে গঠন হলো শিক্ষার্থীদের সংগঠন স্বপ্নের মফস্বল আজ শনিবার ২৩ জুলাই, ২০২২ নওগাঁ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে শিক্ষা ও সেবা সংস্থা “স্বপ্নের মফস্বল”।
কেডি স্কুলের দশম শ্রেণির সুলতান শাহরিয়া শাফিকে আহবায়ক, মওদুদ আহমেদ সহ ১২ জন শিক্ষার্থীকে নিয়ে সংগঠনটি গঠিত হয়েছে। নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে “সৃষ্টির সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন” স্লোগানকে সামনে রেখে সংগঠনটি উদ্বোধন ঘোষণা করা হয়।
সংস্থাটির কার্যক্রম সম্পর্কে প্রতিষ্ঠাতা সুলতান শাহরিয়া শাফি জানান, “শিক্ষা ও সেবার সংস্পর্শে নিজ শহরকে এক স্বপ্নের মফস্বলে রূপান্তর করার স্লোগানকে সামনে রেখে আমরা শুরু করেছি আমাদের পথচলা। আমাদের কার্যক্রম হলো: ক্যারিয়ার কাউন্সেলিং, অলিম্পিয়াড আয়োজন, পথশিশুদের নিয়ে আয়োজন, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ সহ সকল প্রকার শিক্ষা ও সেবা কার্যক্রম।
গিফারি, তনয়, ওয়াসি, রাজ্য, ইমন, রাজ, নাফি, তৌফিক, শাহরিয়ার সহ অন্য সদস্যদের উদ্বোধন উপলক্ষে নওগাঁ কেডি স্কুলে সংগঠনটির প্রচারণা কার্যক্রম চালানো হয়। কেডি স্কুলের দশম শ্রেণির অনেক শিক্ষার্থীই স্বপ্নের মফস্বলের সাথে যুক্ত হয়ে সেবা কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। প্রধান শিক্ষক মামুনুর রশিদ বলেন, “আমার শিক্ষার্থীদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পরামর্শ দিয়ে এবং আর্থিক ভাবে সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করবো।”