মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইহসানুল উম্মাহ তাহফিজ মাদরাসার উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে ‘খতমে কুরআন, আলোচনা সভা, দোয়া মাহফিল’ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ইহসানুল উম্মাহ মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইহসানুল উম্মাহ মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা হাবিবুর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবু তোহা, দৈনিক সকালের সময় পত্রিকার সিটি রিপোর্টার ও প্রেজেন্ট নিউজের সহ-সম্পাদক, সাংবাদিক এইচ এম মাহমুদ হাসান।
সভাপতিত্ব করেন ইহসানুল উম্মাহ তাহফিজ মাদরাসার নির্বাহী পরিচালক, হাফেজ মাওলানা ইমাম হোসাইন।
সভাপতি তার বক্তব্যে বলেন, ২১শে ফেব্রুয়ারি আসলেই কেবল ভাষা শহীদদের কথা মনে পড়ে। সকলেরই ভাষার প্রতি মমতাবোধ প্রকাশ পায়। এছাড়া সারা বছর ভাষা শহীদদের কথা স্মরণ করা হয়না বললেই চলে। পুষ্পস্তবক অর্পনের জন্য কোটি টাকার ফুল বিলিয়ে দেয়া হয়, অথচ তাদের রুহের মাগফিরাতের জন্য তেমন কোনো ব্যবস্থা চোখে পড়ে না। বাংলা ভাষাকে প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন তাদের এবং তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে যথার্থ মূল্যায়নের দাবি জানাচ্ছি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলা ভাষা আমাদের বাঙালির জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। মাতৃভাষা ছাড়া আমরা কখনোই আমাদের মনের ভাব যথাযথভাবে প্রকাশ করতে পারবো না। তাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সর্বত্র বাংলা ভাষার যথাযথ প্রয়োগ করা নিশ্চিত করা চাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইহসানুল উম্মাহ তাহফিজ মাদরাসার শিক্ষক, হাফেজ আব্দুল আজিজ,মাওলানা আব্দুল খালেক, মাস্টার আলী আকবর, হাফেজ মাওলানা মনিরুল হাসান,হাফেজ মাওলানা আলমগীর হোসাইন প্রমুখ।