ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলাধীন শালিখা থানা শাখার ব্যবস্থাপনায় সোমবার ২৫ এপ্রিল আইএবি মিলনায়তনে(নতুন) শাখা সভাপতি মীর আকবার আলী সাহেব এর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রমজান আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে শিখিয়েছে। রমজানের এই শিক্ষা ধারন করে বাকি এগারোটি মাস ইসলামের উপর অটল থাকতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শূরা সদস্য আবদুস সালাম জায়েফ। জেলা তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক আব্দুল জব্বার মাহমুদী সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
উক্ত প্রোগ্রাম শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা থানা শাখা ও বাংলাদেশ মুজাহিদ কমিটি শালিখা থানা শাখার ‘থানা অফিসে’র শুভ উদ্বোধন করা হয়।