দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়েল পর আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। সপ্তম স্থান থেকে এক ধাপ এগিয়ে বর্তমানে ষষ্ঠ স্থানে টাইগাররা। অবশ্য বাংলাদেশের এই উত্থানের সুযোগ করে দিয়েছে পাকিস্তানের পরাজয়।
মঙ্গলবার নিজেদের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ম্যাচে ৮৮ রানে হারে পাকিস্তানের রেটিং পয়েন্ট কিছু কমেছে। সিরিজ শুরুর আগে পাকিস্তানের রেটিং ছিল ৯৩। প্রথম ম্যাচে হারের পর দলটির রেটিং ৯২.৫০। সেখানে বাংলাদেশের রেটিং পয়েন্ট বর্তমানে ৯৩.০৬।
পাকিস্তানের চেয়ে দশমিক ব্যবধানে অল্প এগিয়ে থাকায় বাংলাদেশের অবস্থান এখন র্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থানে থাকা পাকিস্তান নেমে গেছে সপ্তম স্থানে। পাকিস্তান যদি এই সিরিজে হোয়াইটওয়াশ হয় তাহলে বাংলাদেশ লম্বা সময়ের জন্য ষষ্ঠ স্থানে থাকার সুযোগ পাবে। পাকিস্তান সিরিজের একটি ম্যাচ জিতলে অর্থাৎ হোয়াইটওয়াশ এড়াতে পারলেই তারা আবার ষষ্ঠ স্থান দখল করবে।
তবে পাকিস্তান সিরিজে একটি ম্যাচ জিতলে আবারও সপ্তম স্থানে চলে যাবে টাইগাররা। এদিকে সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার রেটিং ছিল ১১৬, প্রথম ম্যাচের জয়ে যা বেড়ে হয়েছে ১১৭।
দেখে নিন আইসিসি ওয়ানডে র্যাংকিং রেটিং
১. নিউজিল্যান্ড (রেটিং–১২১)
২. ইংল্যান্ড (রেটিং –১১৯)
৩. অস্ট্রেলিয়া (রেটিং–১১৭)
৪. ভারত (রেটিং–১১০)
৫. দক্ষিণ আফ্রিকা (রেটিং–১০২)
৬. বাংলাদেশ (রেটিং –৯৩)
৭. পাকিস্তান (রেটিং –৯৩)
৮. শ্রীলঙ্কা (রেটিং–৮১)
৯. ওয়েস্ট ইন্ডিজ (রেটিং –৭৭)
১০. আফগানিস্তান (রেটিং –৬৮)
সূত্র: ইনকিলাব