ইউসুফ পিয়াস:
ইডেন মহিলা কলেজ সহ দেশের ক্যাম্পাস সমূহের যৌনসন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার ৩০ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
উল্লেখ্য: গত বেশ কিছুদিন ধরে রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে সিট বাণিজ্য, সুন্দরীদের বাছাই করে ব্যবসা, সাধারণ শিক্ষার্থীদের উপর সহিংস আচরণ সহ বেশকিছু অভিযোগের ভিত্তিতে উত্তপ্ত হয়ে ওঠে ইডেন মহিলা কলেজ। ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ শিক্ষার্থীরা।
ইডেন কলেজ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় জান্নাতুল ফেরদৌস নামে এক ছাত্রলীগ নেত্রীকে হল থেকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ইডেন কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাদের পদত্যাগেরও দাবি জানায়।