শোয়াইব আলম, খুলনা প্রতিনিধি :
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অধিবেশন অনুষ্ঠিত। ২৩ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ নগর কার্যালয়ে নগর সভাপতি মুহাম্মাদ মঈন উদ্দীন কেন্দ্রীয় সভাপতির
অনুমতিক্রমে ২০২৩ শেষণের নগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ও শূরা কমিটি ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান।
উল্লেখ্য যে, গত ১৬ ডিসেম্বর নগর ও জেলা সম্মেলনে নগর কমিটি বিলুপ্ত করা হয় এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুনতাছির আহমাদ ২০২৩ সেশনের সভাপতি- মুহাম্মাদ মঈন উদ্দীন , সহ সভাপতি- মুহা. আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক- মাহাদী হাসান মুন্নার নাম ঘোষণা করেন।
খুলনা মহানগর শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা:
১. সভাপতি- মুহাম্মাদ মঈন উদ্দীন
২. সহ সভাপতি- মুহা. আব্দুল্লাহ আল মামুন
৩. সাধারণ সম্পাদক- মাহাদী হাসান মুন্না
৪. সাংগঠনিক সম্পাদক- মোস্তফা আল গালীব
৫. প্রশিক্ষণ সম্পাদক- বনি আমিন
৬. দাওয়াহ সম্পাদক- আঃ রহমান
৭. তথ্য- গবেষণা ও প্রচার সম্পাদক- হাসিবুর রহমান
৮. প্রকাশনা ও দফতর সম্পাদক- আবুল কাসেম
৯. অর্থ ও কল্যাণ সম্পাদক – হাবিবুল্লাহ মিসবাহ
১০. বিশ্ববিদ্যালয় সম্পাদক – মোঃআলম গাজী
১১. কওমি মাদরাসা সম্পাদক- আঃ রহমান
১২. আলিয়া মাদরাসা সম্পাদক- শাকিল খলিফা
১৩. স্কুল ও কলেজ সম্পাদক- আতিকুল ইসলাম
১৪. সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক- জুবায়ের হোসেন
১৫. কার্যনির্বাহী সদস্য- ইউসুফ গাজী
নব গঠিত ২০২৩ সেশনের শূরার তালিকা
১. মুহা. আলামিন, ২. মুহা. আব্দুল্লাহ আল মামুন, ৩. মুহা. উসামা আবরার, ৪. সিরাজুল ইসলাম, ৫. মুহা. উসমান, ৬. মুহা. রাকিবুল ইসলাম, ৭. মুহা. নুরুজ্জামান, ৮. মুহা. আনোয়ার হোসেন, ৯. মুহা. মোস্তফা প্রিন্স, ১০. মুহা. সাব্বির আহমাদ, ১১. মুহা. নাঈম, ১২. মুহা. আমিনুল ইসলাম, ১৩. মুহা. হানযালা, ১৪. মুহা. হাবিবুল্লাহ