ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গসংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সম্মেলন আগামীকাল ১৭ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হবে।
গত ১৫ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ১৭ জানুয়ারি (বুধবার ) সকাল ৯টা থেকে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংগঠনের সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমদ মানসুরের সঞ্চালনায় কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রসমাজ এবং জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন এবং নতুন সেশনের কমিটি ঘোষণা করবেন।
এছাড়াও বক্তব্য রাখবেন বরেণ্য শিক্ষাবিদ, কেন্দ্রীয় ও জাতীয় নেতারা।