মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
আজ শনিবার (৩১শে ডিসেম্বর’২২) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে থাকা ড.মাহমুদুল হাসান আযহারীর নিজ বাসভবনে বিশেষ সাক্ষাৎ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর একটি প্রতিনিধি দল।
ড. মাহমুদুল হাসান আযহারী ইউরোপসহ সারাবিশ্বের সাড়া জাগানো ইসলামী ব্যক্তিত্ব, বিদগ্ধ লেখক, গবেষক ও দা’ঈ। তিনি জামিয়া ইসলামিয়া পটিয়া ও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
জানা যায়, তিনি ১৯৯২সালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটিয়া সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সাক্ষাৎ শেষে তারা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর বার্ষিক প্রকাশনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং ৭ই জানুয়ারি’২৩ পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য ছাত্র আন্দোলনের নগর সম্মেলনের দাওয়াত করেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা সম্পাদক নাজিম উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটিয়া সাংগঠনিক জেলার সাবেক সভাপতি কামাল উদ্দিন সাকি, চট্টগ্রাম মহানগর সাবেক সভাপতি রিদুয়ানুল হক শামসী, বর্তমান অর্থ ও কল্যান সম্পাদক আব্দুল কাদের, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক তানজুন মোল্লা, স্কুল ও কলেজ সম্পাদক শাহরিয়ার রবিন প্রমূখ,
আর.আই/