আবুবকর সিদ্দিক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা সভাপতি আবু বকর সিদ্দীক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাহিদ হাসান এর সঞ্চালনায় জেলার আইএবি কার্যালয় সম্মুখ মাঠ প্রাঙ্গণে “জেলা সম্মেলন’২৩” অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সুলতান মাহমুদ।
তিনি তার বক্তব্যে বলেন, পৃথিবীর সকল উন্নত রাষ্ট্রে শিক্ষার্থীদের যাবতীয় ব্যয়ভার সরকারের। কিন্তু আমাদের দেশে জিডিপির ৬ শতাংশ বাজেট হলেও বাস্তবে তার প্রণয়ন হয় ৩ শতাংশ। দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাষ্ট্রে মেধাবী শিক্ষার্থীদের সংখ্যা আছে ব্যাপক কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে তারা উচ্চ শিক্ষা লাভ করতে সক্ষম হয়না। প্রকৃতপক্ষে সরকারের কাজ ছিলো অর্থনৈতিক ভাবে দুর্বল মেধাবীদেরকে উচ্চ শিক্ষার জন্য যাবতীয় ব্যয় নিশ্চিত করা। পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে শিক্ষার্থীদের যাবতীয় ব্যয়ভার সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে বাংলাদেশের অক্সফোর্ড বলা হয় সেই বিদ্যাপিঠ বিশ্বের পাঁচশত উচ্চ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই। বাংলাদেশে উচ্চমানের দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ও ব্রাক বিশ্ববিদ্যালয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো বিশ্বের একহাজার সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো স্হান নেই।
প্রধান অতিথি আরও বলেন, ক্যাম্পাস গুলো আজ বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের দ্বারা কলুষিত হচ্ছে, কিন্তু ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ সম্পূর্ণ ব্যাতিক্রম। তারা একজন ছাত্রকে প্রকৃত মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি জননেতা মোঃ হাসানুজ্জামান সজীব।
আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মুফতী আব্দুস সালাম, জাতীয় শিক্ষক ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. জিনারুল ইসলামসহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার বর্তমান ও সাবেক দায়িত্বশীল বৃন্দ।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে মোঃ আবু বকর সিদ্দিককে সভাপতি, এস এম জুবায়ের আদনানকে সহ-সভাপতি ও
মোঃ ইব্রাহিম হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।
আর.আই/