চাঁদমারী এমসি অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে শাখা সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ শোভন এর সঞ্চালনায় এক বিশেষ সভা অনুস্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারী জেনারেল শেখ মুহাম্মাদ আল আমীন।
তিনি তার বক্তব্যে বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ খেটে খাওয়া মানুষ আজ দিশেহারা ও জানজীবন বিপর্যস্ত। কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে মানুষের পকেট কেটে নিচ্ছেন। এমন নাজুক মূহুর্তে সরকারের প্রভাবশালী ব্যক্তিদের বক্তব্যে জনগন আশাহত।
তিনি আরো বলেন,করোনা পরবর্তী সময়ে জ্বালানি ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি জনগনের সাথে তামাশা ছাড়া আর কিছু না।
তাই অতিদ্রুত চাল, ডাল, তেলসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।যদি দ্রব্যমূল্য না কমানো হয় তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ লুৎফর রহমান।
আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান, দফতর ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলাম সুজন , অর্থ ও কল্যান সম্পাদক মুহাম্মাদ আলমগীর হোসেন, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর ,আলিয়া মাদরাসা সম্পাদক আব্দুল কাইয়ুম মুহাম্মাদ নেয়ামতুল্লাহ, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আরাফাত তালুকদার।
এন.এইচ/