ইব্রাহিম খলিল, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
শনিবার (১৭ডিসেম্বর) সকাল ১০ টায় আই এ বি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি মুহাম্মাদ মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় জেলা সম্মেলন’২৩ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইব্রাহিম হোসেন মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ আলমগীর হোসেন, সেক্রেটারি মোঃ সাখাওয়াত হোসেন, ইসলামী যুব আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ ইব্রাহীম আল হাদী,সাধারণ সম্পাদক মোঃ মনির খান।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সহ-সভাপতি আকন মুহাঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়ালি উল্লাহ সরদার, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক ইমামুল ইসলাম সাব্বির, অর্থ ও কল্যাণ সম্পাদক জামাল উদ্দীন তালহা, স্কুল ও কলেজ সম্পাদক মুহাঃ ইসা আল মারুফসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্য শেষে আকন মুহাঃ রবিউল ইসলামকে সভাপতি, মোহাম্মদ ইব্রাহিম খলিলকে সহ-সভাপতি ও মোঃ ওয়ালি উল্লাহ সরদারকে সাধারণ সম্পাদক করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার ২০২৩ সেসনের কমিটি ঘোষণা করেন।
আর.আই/