মোহাম্মদ সাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি :
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত জেলা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত। আজ ২০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯.৩০ টায় শহরের হামিউসসুন্নাহ মাদ্রাসা কমপ্লেক্সে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় ।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর নওগাঁ জেলার সভাপতি আহমাদ শাফী এর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইবরাহীম হুসাইন মৃধা।
প্রধান অতিথি বলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর নিরীহ ছাত্রদের উপর অত্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তিনি বলেন এই অত্যাচার কোন মানুষ করতে পারে না । তিনি উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে বলেন ইসলামী হুকুমত কায়েম করতে হলে গণদাওয়াত চালিয়ে যেতে হবে।
পরিশেষে তিনি ২০২১ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২২ সেশনের কমিটি ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটির সভাপতি মুহাম্মদ ফরহাদ আলম ,সহ-সভাপতি মুহাম্মদ আশরাফ আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুদুর রহমান ।
সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন নওগাঁ জেলা শাখার সভাপতি মুহাম্মদ নাজিবুদ্দীন চৌধুরী, ইসলামী ছাত্র আন্দোলনের নওগাঁ জেলার সাধারণ সম্পাদক আব্দুস সুবহান।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জেলা ,থানা, ইউনিয়ন , ওয়ার্ড কমিটির দায়িত্বশীল ও সদস্যরা।