ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করেছে সংগঠনের সভাপতি নূরুল করীম আকরাম। সোমবার ৭ জানুয়ারী পল্টনস্থ দলীয়ে কার্যালয়ে কেন্দ্রীয় মজলিসে আমেলার ১৭ জন, উপকমিটির ১৯ জন ও শুরা সদস্য ২১ জনের নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি। এরমধ্যে মজলিসে আমেলার কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের সভাপতি শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমানের।
কেন্দ্রীয় আমেলায় স্থান পাওয়ায় মুহুর্তের মধ্যে তৃণমূলের নেতৃবৃন্দের ভালোবাসা আর শুভকামনা বার্তায় ভাসতে থাকেন ঢাকার ছাত্র নেতা মাহবুবুর রহমান।
বেশ কিছুদিন ধরে ঢাকার বিভিন্ন সৃজনশীল নানামুখী কার্যক্রমে নগর ও সারাদেশ জুড়ে প্রশংসিত হয়েছেন মাহবুবুর রহমান। তিনি গত বছর ঢাকা মহানগর পূর্বের সভাপতি নির্বাচিত হন। এরপর মধ্যখানে কেন্দ্রীয় শুরা সদস্য মনোনীত হন।
তরুণ এ ছাত্রনেতাকে কেন্দ্রীয় ফোরামে কাজ করার সুযোগ করে দেয়াতে কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাহবুবুর রহমানের প্রিয় সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা।