ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুলাদী থানা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ বুধবার বিকাল ৩টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুলাদী থানা শাখার উদ্যোগে মুলাদী প্রেসক্লাবে থানা সভাপতি জিহাদ হোসেন খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু তাহের মাতুব্বার এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী থানা শাখার সভাপতি মাওলানা নেছার উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আদর্শ ছাত্র রাজনীতির কারিগর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
তিনি আরও বলেন, ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে ৩০ বছর অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু আজ পর্যন্ত ছাত্র আন্দোলনের কোন কলঙ্ক নেই। তাই আমি মনে করি ব্যক্তি, পরিবার ও সমাজ এবং রাষ্ট্রের উন্নতি সাধনে প্রত্যেকটা ছাত্রকে-ই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত থেকে কাজ করা উচিৎ।
থানা সভাপতি মুহাম্মাদ জিহাদ হোসেন খাঁন ২০২২-সেশনের পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।
০১)সভাপতিঃ মুহাম্মাদ জিহাদ হোসেন খাঁন
০২) সহ-সভাপতিঃ মোহাম্মদ ফোরকান হোসেন
০৩) সাধারণ সম্পাদকঃ মুহাম্মাদ আবু তাহের মাতুব্বার
০৪) সাংগঠনিক সম্পাদকঃ মুহাম্মাদ বদরুল ইসলাম
০৫) দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদকঃ এইচ এম রাশেদুল ইসলাম সিকদার
০৬) তথ্য – গবেষণা ও প্রচার সম্পাদকঃ এইচ এম শাহাদাত হুসাইন
০৭) প্রকাশনা ও দফতর সম্পাদকঃ মুহাম্মাদ জুনায়েদ হোসেন
০৮) অর্থ ও কল্যাণ সম্পাদকঃ মুহাম্মাদ নাজমুল হোসেন
০৯) কওমি মাদ্রাসা সম্পাদকঃ মুহাম্মাদ জুবায়ের হোসেন
১০) আলিয়া মাদ্রাসা সম্পাদকঃ মুহাম্মাদ আঃ রহিম
১১) স্কুল সম্পাদকঃ মুহাম্মাদ ইউসুফ হোসেন
১২) কলেজ সম্পাদকঃ মুহাম্মাদ জিসান মাহমুদ
১৩) সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদকঃ মুহাম্মাদ আমিনুল ইসলাম
১৪) সদস্য (১) মুহাম্মাদ ইমরান হোসেন
১৫) সদস্য (২) মুহাম্মাদ আহসান হোসেনের নাম ঘোষণা করেন।
এন.এইচ/