হাফেজদের নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো’র বিচারক ও কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ।
শনিবার ২৩ মার্চ ২০২৪ বিকেলে নেতৃদ্বয় এক শোকবার্তায় বলেন, আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি অন্যতম একজন কুরআন প্রেমিক ছিলেন। কুরআনের মর্যাদাকে বিশ্বময় ছড়িয়ে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নেতৃবৃন্দ তার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।