শুক্রবার | ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি | ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | বর্ষাকাল | সকাল ৯:১৮

শুক্রবার | ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি | ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | বর্ষাকাল | সকাল ৯:১৮

ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর সভাপতি রবিউল, সাধারণ সম্পাদক ইয়াছিন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৩:৫৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৭ অপরাহ্ণ
  • বিকাল ১৬:৪৩ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:৫৩ অপরাহ্ণ
  • রাত ২০:১৮ অপরাহ্ণ
  • ভোর ৫:১৮ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম-মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নির্বাচন নিয়ে মিথ্যাচার বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।

দেশ আজ নানামুখী সংকট অতিক্রম করছে। একদিকে গত ৭ জানুয়ারি সরকার একটি তামাশার নির্বাচন করেছে। যার মাধ্যমে জনগণের মতামতকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং নাগরিকদের সাংবিধানিক অধিকারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সরকার জগদ্দল পাথরের ন্যয় দেশের মানুষের ঘাড়ে চেপে বসেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী অবৈধ সরকারকে উৎখাত করার আন্দোলন শক্তিশালী করার আহ্বান জানান।

গতকাল ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে নগরীর ইয়াম্মি পার্টি সেন্টার মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর আয়োজিত সংগঠনের নগর সম্মেলন ও নবীন আলেম সংবর্ধনা -২৪-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।

তিনি‌ বলেন বর্তমান সরকারের প্রতি মানুষের ঘৃণা দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে যা বিস্ফোরণ হলে অবৈধ সরকারের নির্মম পতন হবে।

সংগঠনের নগর সভাপতি রবিউল ইসলাম মিয়াজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন মিয়াজির পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী।

তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, শিক্ষা সিলেবাসে ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে উৎসাহ প্রদান, ইসলাম শিক্ষা বইয়ে মুর্তির ছবি উপস্থাপনের মাধ্যমে দেশীয় মূল্যবোধ ও সংস্কৃতি বিরোধী একটি শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়েছে। যার ফলে দেশের আগামী প্রজন্ম এদেশের হাজার বছরের চর্চিত ইসলাম বিধৌত সংস্কৃতি ভুলে পশ্চিমা ও হিন্দুত্ববাদী সংস্কৃতিতে গড়ে উঠতে পারে এবং এই জাতি একটি মেরুদণ্ডহীন জাতিতে পরিণত হতে পারে। শিক্ষা সিলেবাসে মানবতা বিবর্জিত ট্রান্সজেন্ডার, সমকামিতা ও পশ্চিমা ও হিন্দুত্ববাদী সংস্কৃতি বাদ দিয়ে ইসলাম ও দেশীয় মূল্যবোধের আলোকে একটি শিক্ষা সিলেবাস প্রণয়নের জোর দাবি জানাচ্ছি।

নগর সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম মিয়াজি সভাপতির বক্তব্যে বলেন, পুরো দেশের মত করেই কুমিল্লার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে অধিকাংশই শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই। শিক্ষার নামে এখানে বাণিজ্য চলছে রমরমা অবস্থায়। অপরদিকে কয়েক দিন পূর্বেই আমরা দেখেছি কুমিল্লা নার্সিং কলেজে শিক্ষিকা কর্তৃক ছাত্রীর হিজাব কেটে দেওয়ার মত এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ওই শিক্ষিকাকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সভাপতি মাও, রাশেদুল ইসলাম রহমতপুরী মহানগর সেক্রেটারি মাও, এনামুল হক মজুমদার, অর্থ সম্পাদক মাওলানা হোসাম উদ্দীন, দফতর সম্পাদক মাওলানা শামিম আশ্রাফ জনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা শাখার সেক্রেটারি মাওলানা নূর হুসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সভাপতি মাওলানা নাজির আহমাদ ফাহিম, সাধারণ সম্পাদক ডা. আতিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শূরা সদস্য রশীদ আহমাদ রায়হান।

আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ, সহ-সহ-সভাপতি মাছুম বিল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি সালাহুদ্দীন শিহাব, কুমিল্লা উত্তর জেলা শাখার সদ্য সাবেক সভাপতি মাওলানা মাহদী হাসান, বর্তমান সভাপতি হুসাইন আহমাদ, সহ-সভাপতি জোবায়ের আবেদীন, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লালমাই উপজেলা শাখার সভাপতি আলী হুসাইন,

আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক গোফরান উদ্দীন সাগর, প্রকাশনা ও দফতর সম্পাদক মাহদী হাসান সাদী, অর্থ ও কল্যাণ সম্পাদক হুসাইন আহমাদ শিহাব, বিশ্ববিদ্যালয় সম্পাদক মেহেদী হাসান, স্কুল ও কলেজ সম্পাদক মাইনুদ্দীন রিফাত, কার্যনির্বাহী সদস্য রবিউল আওয়াল সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর-এর নতুন কমিটিতে সভাপতি রবিউল ইসলাম মিয়াজি, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সাধারন সম্পাদক মুহাম্মদ ইয়াছিন মিয়াজি-এর নাম ঘোষণা করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

মাওলানা সিহাব উদ্দিনকে সভাপতি ও ইসমাইলকে সম্পাদক করে জাতীয় শিক্ষক ফোরাম’র আকবার শাহ থানা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক – জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগর এর আওতাধীন আকবর শাহ থানা কমিটি গঠিত হয়েছে।১০ জুলাই বৃহস্পতিবার আকবার শাহ থানাধীন একটি অডিটোরিয়ামে সম্মেলন শেষে এই কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ক্বারি দিদারুল মাওলা। এসময় দিদারুল মাওলা বলেন,বাংলাদেশে আমরা এখনো দেখছি শিক্ষকদের তাদের অধিকার আদায় করতেও বিভিন্ন আন্দোলন

জণকল্যানমূলক ফাউন্ডেশনকে রক্ষায় চট্টগ্রামে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক – নগরীর বহদ্দারহাটস্থ আরাকান রোডে ওয়াহিদ ইলেকট্রিশিয়ান’স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়ের সামনে

২০ দফা দাবিতে শিক্ষা উপদেষ্টার সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর মতবিনিময় ও স্মারকলিপি

গবেষণাবান্ধব শিক্ষা বাজেট প্রণয়নে প্রস্তাবিত বাজেটের ২০ শতাংশ এবং মোট জিডিপির ৬ শতাংশ বরাদ্দসহ ২০

শিক্ষা খাতে বাজেটের মোট জিডিপির ৬ শতাংশ বরাদ্দসহ ২০ দফা দাবি -ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

আজ ২৫ মে ২০২৫ রোজ রোববার সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে ইসলামী

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৩:৫৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৭ অপরাহ্ণ
  • বিকাল ১৬:৪৩ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:৫৩ অপরাহ্ণ
  • রাত ২০:১৮ অপরাহ্ণ
  • ভোর ৫:১৮ পূর্বাহ্ণ