দুর্নীতি যখন সমাজ ও রাষ্ট্রের সকল জায়গা দখল করে নিয়েছে তখন প্রকৃত দেশপ্রেমিকদের সচেতন হবার বিকল্প নাই। দুর্নীতি ও দু:শাসনের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে দেশের সম্পদ লুটপাটকারী গোষ্ঠী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকেও বিকিয়ে দিতে দ্বিধাবোধ করবে না। লুটেরাদের প্রতিহত করতে ও দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করতে খোদাভীরু একদল দক্ষ নেতৃত্বতে দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।
শুক্রবার রাজধানীর কাওরান বাজারস্থ নিউ নবান্ন হোটেল এন্ড রেস্টুরেন্টে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন তেজগাঁও থানা শাখার সদস্য তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম উপর্যুক্ত কথা গুলো বলেন।
তিনি আরও বলেন, জাতিকে একদল খোদাভীরু দক্ষ নেতৃত্ব উপহার দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ইসলাম শান্তি প্রতিষ্ঠার ধর্ম। ইসলাম মানবতার ধর্ম। আর খোদাভীরু নেতৃত্ব শান্তি ও মানবতার জন্য কাজ নিশ্চিত করে। তারা কখনোই অন্যায় করতে পারে না। অন্যায়কে সমর্থন করে দেশের জনগণের সাথে ধোঁকাবাজী করতেও পারে না।
থানা সভাপতি জননেতা আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মাদ ইলিয়াস হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহকারী প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ শরীফুল ইসলাম।
সদস্য তারবিয়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তেজগাঁও থানার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।