ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী বলেন, বর্তমান অবৈধ সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। আওয়ামীলীগ ২০১৪ ও ২০১৮ সালে প্রহসনের নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার রাতের আঁধারে হরণ করেছে। ২০২৩ সালের নির্বাচনে তাদেরকে আর এ সুযোগ দেওয়া হবে না।
আজ ১ সেপ্টেম্বর’২৩ খ্রি. শুক্রবার বিকাল ৩ টায় রাজধানীর বনানীর মহাখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আওতাধীন বনানী থানা শাখার তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা শাখার সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মুর্তাজা কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর উত্তর সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নগর উত্তর সহ-সভাপতি শ্রমিকনেতা মুহাম্মদ আলাউদ্দিন, যুবনেতা মাওলানা মোস্তাইজ বিল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি ছাত্রনেতা এম মাইদুল হাসান সিয়াম। আরো উপস্থিত ছিলেন থানা ওয়ার্ড তৃণমূল ও সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ।