মুহাম্মাদ আব্দুল আওয়াল, যশোর প্রতিনিধি:
২০২৩-এর মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে জনগণের বোধ-বিশ্বাস, সংস্কৃতি ও জাতীয় স্বার্থকে উপেক্ষা করে সাম্প্রদায়িক উষ্কানি, তথ্য ও ইতিহাস বিকৃতি, বিতর্কিত ও অবৈজ্ঞানিক মানব সৃষ্টিতত্ত্ব অনুপ্রবেশ, ট্রান্সজেন্ডার, পৌত্তলিক ও ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির আধিপত্য, ইসলামকে ভিনদেশি সাব্যস্ত করা এবং প্লেজারিজমের মত নিন্দনীয় কাজের আশ্রয় নেয়া হয়েছে। যা জাতি হিসাবে আমাদের জন্য উদ্বেগ ও হতাশার।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এসব কথা বলেন।
আজ ১১ ফেব্রুয়ারি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ কামরুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল বাশার এর সঞ্চালনায় যশোর প্রেসক্লাবে জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ।
তিনি আরও বলেন, এদেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করতে একটি অপশক্তি ঘৃণ্য ষড়যন্ত্র করছে । তারা নাস্তিক্যবাদ ও হিন্দুত্ববাদ দিয়ে পাঠ্যপুস্তক তৈরি করে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে। এদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সচেতন যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতী আহমাদ আব্দুল জলিল।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম মিঞা এবং ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল গাজী।
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলার সহ সভাপতি মুফতি আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মোহা. হাবিবুল্লাহ, প্রকাশনা সম্পাদক মো.হাসান তারিক, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাও. সিরাজুল ইসলাম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফয়েজ গাজী প্রমুখ।
প্রধান অতিথি ২০২১-২০২২ শেসনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৩-২০২৪ সেশনের কমিটির নাম ঘোষনা করেন। নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন,
সভাপতি: মুহাম্মাদ কামরুজ্জামান
সহ সভাপতি: মুহাম্মাদ খাইরুল বাশার
সাধারন সম্পাদক: মুহাম্মাদ আব্দুর রায়হান