দায়িত্বজ্ঞানহীন জনপ্রতিনিধিদের হাতে দেশের শিক্ষাব্যবস্থা ও ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
৩১ জানুয়ারী মঙ্গলবার রাজধানীর আদাবরে এক মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখায় আয়োজিত অভিভাবকদের সাথে সচেতনতা বৈঠক ও মাসিক দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ উপরোক্ত মন্তব্য করেন।
তিনি বলেন, পাঠ্যপুস্তকে শুধু ইসলামের সুমহান আদর্শকে কটাক্ষ করা হয়নি বরং অন্যান্য ধর্মের বিভিন্ন বিষয় নিয়েও বিদ্বেষ ছড়ানো হয়েছে। মানুষের শরীরের স্পর্শকাতর অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে এমনভাবে আলোচনা করা হয়েছে যা শিক্ষকরা পর্যন্ত পড়াতে লজ্জাবোধ করছেন। অভিভাবক মহল আজ চরম আতঙ্কিত। আমাদের কোমলমতি শিশু ও কৈশোরের ছেলেমেয়েদেরকে চরিত্রহীন ও নষ্ট করতেই পাঠ্যপুস্তকে এজাতীয় আলোচনার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি নাস্তিকতার বিষবাষ্প ছড়িয়ে দেয়া হচ্ছে।
অনুষ্ঠানের সভাপতি মুফতী মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ মাসউদ আরও বলেন, শিক্ষামন্ত্রীর হুটহাট মন্তব্য ও মিথ্যা কথা বলার প্র্যাকটিসকে এদেশের মানুষ আর মেনে নিতে পারছেন না। দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বজ্ঞানহীন হলে তারা দেশ ও জাতির জন্য তা কতটুকু মারাত্মক হয় তা শিক্ষাব্যবস্থার দিকে তাকালে দিনের আলোর মত পরিষ্কার দেখা যায়।
তিনি অবিলম্বে পাঠ্যপুস্তকের বিতর্কিত সকল বিষয় ও আলোচনা বাদ দিতে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিতের দাবী জানান।
এন.এইচ/