জাতীয় সম্মেলন সফল করায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই।
৩ জানুয়ারি মঙ্গলবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন,গতকাল সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলন রাজনীতিতে সুস্থ্য ধারার সুচনা করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেভাবে আগ্রহভরে সম্মেলেনে এসেছেন এবং পাস্পরিক শ্রদ্ধা ধরে রেখে নিজস্ব বক্তব্য রেখেছেন, তা রাজনীতিতে চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে। সেজন্য সম্মেলনে আগত সকল দল ও নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, সারাদেশ থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের প্রতি। তারা তীব্র শীত উপেক্ষা করে কর্মদিবসে যেভাবে দ্বীন ও দেশের স্বার্থে সাড়া দিয়েছেন তার প্রতিদান মহান আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবেন না। একই সাথে শুকরিয়া জ্ঞাপন করছি আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত বাহিনীসমূহের। তাদের সার্বিক সহযোগিতা ছাড়া এতো বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা যেতো না। সেই সাথে ঢাকাবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সম্মেলন সফল করতে আপনাদের সহযোগি মনোভাব স্বরণীয় হয়ে থাকবে।
মিডিয়া সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সম্মেলনের সংবাদ খুবই ইতিবাচকভাবে প্রচার করে সুস্থ রাজনীতির সুবাতাস দেশময় ছড়িয়ে দিতে সহয়তা করেছেন।
এছাড়া এই সম্মেলন আয়োজনে যে যেভাবে সহায়তা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মহান আল্লাহর দরবারে তাদের সকলের জন্য প্রার্থনা করছি।
সর্বোপরি একটি সফল সম্মেলন সম্পন্ন করতে পেরে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি।
এন.এইচ/