ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, ইসলামী শিক্ষা নিয়ে কোনও চক্রান্ত সহ্য করা হবে না।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।
মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ইসলামী শিক্ষা নিয়ে কোনও ধরনের ছলচাতুরী মেনে নেওয়া হবে না। সিলেবাসে হিন্দুত্ববাদী শিক্ষা দেশবাসী মানবে না। হিন্দুত্ববাদী ও নাস্তিক্যবাদী লেখার আধিক্যসম্পন্ন বই এদেশের ধর্মপ্রাণ মানুষ গ্রহণ করবে না। দেশের বিরানব্বই ভাগ মানুষ মুসলমান, তাদের সন্তানদের তারা পৌত্তলিকতা শিক্ষা দিতে চায় না।
সকল মাদরাসা ও স্কুলে বিতর্কিত নতুন বইগুলো প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, ২০২৩ সালের জন্য মুদ্রণকৃত পাঠ্যপুস্তক যেন শিক্ষাপ্রতিষ্ঠানে না যায়। শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিসহ সকলকে সজাগ ও সতর্ক হতে হবে। দাবী বাস্তবায়ন না হলে আমরা ঘরে বসে থাকবো না। ঈমান ও ইসলাম রক্ষায় প্রয়োজনে আমরা জীবন বিলিয়ে দিতে প্রস্তুত আছি।
এ সময় উপস্থিত ছিলেন নগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, ডা. শহিদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, নজরুল ইসলাম খোকন, মাওলানা কামাল হোসাইন, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, এইচএম রফিকুল ইসলাম প্রমূখ।
এন.এইচ/