মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
আজ শুক্রবার (১৬ই ডিসেম্বর) সকাল ৯টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে নগর সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম মাতাব্বর এর সভাপতিত্বে মহান বিজয় দিবস উপলক্ষে সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার বায়ান্ন বছর অতিক্রম করলেও আজও আমরা পরাধীনতার শৃংখলে বন্দি। আজ আমাদের দেশে মানুষের ভোটের অধিকার নেই, রিজার্ভ নেই, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, সাধারণ মানুষ নিজেদের দৈনন্দিন জীবন চালাতে হিমশিম খাচ্ছে, ব্যবসায়ীদের এল সি প্রায় বন্ধ, দেশে ডলার নেই, ব্যবসায়ীরা ঠিকঠাক ব্যবসা করতে পারছে না। সরকার যতই মধ্য আয়ের দেশ বলে প্রচার করছে তা শুধুই জনগণের সাথে প্রতারণা।
সমাবেশে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি, নগর সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ আল ইকবাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মুহাম্মদ হাসান, জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা দিদারুল মাওলা, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ নোয়াব মিয়া, চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল আলী কারিমী, সেক্রেটারি মুহাম্মদ ফোরকান সিকদার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মোঃ তানভীর হোসাইন প্রমূখ।
আর.আই/