আওয়ামীলীগ-বিএনপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে সাধারণ মানুষ শঙ্কিত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির।
বৃহস্পতিবার ১ ডিসেম্বর গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, অর্থনৈতিকসহ দেশের নানামুখী সংকটে সাধারণ মানুষ তখন হতাশাগ্রস্থ তখন আওয়ামী লীগ- বিএনপি নেতাদের অব্যাহত পাল্টাপাল্টি বক্তব্যে সাধারণ খেটে খাওয়া মানুষ শঙ্কিত হয়ে পড়েছে।
শহিদুল ইসলাম কবির বলেন, চাল,ডাল, আটা,চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ও প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী দুর্ভিক্ষের সংবাদে সাধারণ মানুষ যখন চিন্তিত, তখন উভয় দলের নেতাকর্মীদের শঙ্কা সৃষ্টির মতো বক্তব্য পরিহার করা জাতীয় দাবিতে পরিণত হয়েছে।
বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি বলেন, আওয়ামী লীগ বিএনপির নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে মনে হচ্ছে তাদের কাছে জনগণের সমস্যা সমাধানের চেয়ে রাজনৈতিক ময়দান ঘোলাটে করা জরুরি।
তিনি বলেন, দেশের অর্থ বিদেশে পাচার করে যারা অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে দেশে-বিদেশে তাদেরকে অপরাধী হিসেবে তুলে ধরতে হবে।
এন.এইচ/






