মোকলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর ০৮ নং পাচঁগাছী ইউনিয়ন পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমীর পীর সাহেব হুজুর চরমোনাই মনোনীত হাতপাখা’র নবনির্বাচিত চেয়ারম্যান, জনাব আলহাজ্ব আব্দুল বাতেন সরকার শুলকুর বাজারে ভাঙ্গা ব্রিজের বাইপাস রাস্তার কাজে নিজেই সহযোগিতা করেন।
মঙ্গলবার (১৫নভেম্বর) সকালে কুড়িগ্রাম যাওয়ার পথে গাড়ি থামিয়ে শ্রমিকদের সাথে নিজেই মাটি কাটা কাজে নেমে পড়েন। এসময় এলাকার লোকজন চেয়ারম্যানকে কাজ করতে দেখে নিজেরাও এগিয়ে আসেন এবং সকলে মিলে চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।
চেয়ারম্যান আব্দুল বাতেন সরকারের সাথে আমাদের কথা হলে তিনি জানান, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাই আমি চেয়ারম্যান হিসেবে নয় মানুষের খাদেম হিসাবে কাজ করছি এবং ভবিষ্যতেও করে যাবো ইনশাআল্লাহ।
শুলকুর বাজারের স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, আমরা এমন চেয়ারম্যান পেয়ে ধন্য, এ রকম আল্লাহ ওয়ালা সৎ ও যোগ্য চেয়ারম্যান প্রতিটি ইউনিয়নে থাকা দরকার বলে মন্তব্য করেন।
আর.আই/






