ভারতে হিজাব পরিহিতা ছাত্রীদের হেনস্তা, কর্ণাটকে স্কুলে ছাত্রীদের হিজাব নিষিদ্ধ এবং বাংলাদেশে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে শুক্রবার ১৮ ফেব্রুয়ারী বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেইট হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওঃ ইমতিয়াজ আলম।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। এছাড়াও দলের জাতীয় ও নগর নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
সকলকে স্বাস্থ্যবিধি মেনে দলে দলে যোগ দেয়ার আহবান জানিয়েছে দলটি।
উল্লেখ্য, গত সপ্তাহে ভারতের কর্ণাটকের একটি কলেজে মুসলিম ছাত্রীদের বোরকা পরে ক্লাসে প্রবেশ করতে বাধা দেয় কলেজ কর্তৃপক্ষ ও উগ্র হিন্দুত্ববাদীরা। এর প্রতিবাদে এক মুসলিম ছাত্রী আল্লাহু আকবার ধ্বনি দেন এবং যা সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে বিশ্ব মিডিয়ায় উঠে আসে।