তালেবান প্রতিনিধি দল বিদেশি সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে কাতারে পৌঁছেছেন। মানবিক সহায়তা প্রদানের জন্য সরকারগুলোকে রাজি করাতে চায় তারা।
তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে প্রতিনিধি দলটি দোহায় ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল, কূটনৈতিক মিশন এবং উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।
গত মাসের শেষের দিকে অসলোতে তালেবান প্রতিনিধি দল এবং সরকারগুলোর মধ্যে বৈঠকের পরে ইতিবাচক সাড়া পায় তালেবান সরকার। এখনও তারা কোনো দেশের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি এবং জাতিসংঘ বলেছে, আফগানিস্তানের ৩৮ মিলিয়ন মানুষের অর্ধেক খাদ্য সংকটের সম্মুখীন।
কিন্তু মুত্তাকি এই মাসের শুরুর দিকে এএফপি বার্তা সংস্থাকে বলেছিলেন, তালেবান আন্তর্জাতিক স্বীকৃতির কাছাকাছি চলে এসেছে। তার নেতৃত্বে তালেবান প্রতিনিধিদল আজ সোমবার থেকে শুরু হওয়া দোহা আলোচনায় অগ্রগতির আশা করছে।
এন.এইচ/






