মিলটন হোসেন, নওগাঁ সংবাদদাতা:
নওগাঁয় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের (রিপ্রেজেন্টেটিভ) হাতে বৈশাখী টেলিভিশনের নওগাঁ সংবাদদাতা এবাদুল হক ও বণিক বার্তার নওগাঁ প্রতিনিধি আরমান হোসেন রুমনকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) বেলা সাড়ে ১১টায় হাসপাতাল চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এসময় বিএমএসএফ ও সুজনের সাধারন সম্পাদক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল, বিএমএসএফ এর সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক একে সাজু ও আব্বাস আলী এবং জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল নয়ন সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও সচেতন সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
তারা জানান, হাসপাতালে সেবা নিতে আসা রোগীরদের ব্যবস্থাপত্র ঔষধ কোম্পানির প্রতিনিধিরা নিজেদের কোম্পানির ওষুধ লেখা আছে কিনা তা দেখার জন্য টানাটানি ও হুমড়ি খেয়ে পড়েন। কেউ কেউ মুঠোফোন দিয়ে ব্যবস্থাপত্রের ছবি তুলে রাখেন। এতে রোগীদের অস্বস্তি ও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এমনকি হাসপাতালের বহির্বিভাগে ডাক্তারদের কক্ষে তাদের অবস্থান করতেও দেখা যায়। সেই চিত্র ধারন করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হয়। হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।






