আজ পবিত্র হিজরী নববর্ষ। বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিজরতকে কেন্দ্র করেই হিজরি সনের শুভ সূচনা হয়। হিজরী বছরের প্রথম মাস মহররম মাস শুরু হলো আজ। ১৪৪৩ হিজরি সনকে বিদায় জানিয়ে শুরু হলো ১৪৪৪ হিজরী বর্ষের পথচলা।
হিজরি বছরের শেষ মাস এবং শুরুর মাস অনেক মর্যাদা ও ফজিলতের মাস। তাই এ হিজরী বছরের শেষ এবং নতুন বছরের প্রথম রাত ও দিন বিগত দিনের গোনাহ মাফ এবং আগামী দিনের কল্যাণ লাভের এক মর্যাদপূর্ণ সময়।
১৪৪৩ হিজরি বর্ষ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। ১৪৪৪ হিজরি সন মুসলমানের জন্য আগামী দিনে রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে বিশ্ববাসীর জন্য বয়ে আনুক কল্যাণ।






