সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ভোর ৫:৪২

সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ভোর ৫:৪২

মদ চালু করে বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: ইসলামী আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১১ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৯ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৪০ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৯ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৮ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৬ পূর্বাহ্ণ

ভারতের কর্ণাটকে হিজাব নিষিদ্ধ, দেশে মদ পান ও বিক্রিতে অবাধ অনুমতি এবং তেল, গ্যাস, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভারতে হিজাব নিষিদ্ধের আইন বাতিল না হলে দেশটির অভিমুখে যাত্রার হুমকিও দিয়েছে দলটি।

আজ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে সংগঠনটির ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তাঁরা।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি বিজয়নগর পার হয়ে নাইটিঙ্গেল মোড়ের কাছাকাছি গেলে পুলিশ বাধা দেয়। সেখানে মিছিল শেষ করেন বিক্ষোভকারীরা।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘এই সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলে। অথচ তিনি নিজেই মদ নিষিদ্ধ করেছিলেন। আর আপনি ২১ বছরের সন্তানদের মদের লাইসেন্স দিয়ে তাদের চরিত্রকে উত্তম করার চেষ্টা করছেন? কোরআন ও ইসলাম যেহেতু মদকে নিষিদ্ধ করেছে, আমাদের উচিত সরকারের এই চেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ আন্দোলন গড়ে তোলা।’

ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব নিষিদ্ধ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফয়জুল করীম বলেন, ‘ভারত বোরকাকে নিষিদ্ধ করেছে। সেখান থেকে ইসলামকে বিদায় দেওয়ার চক্রান্ত করছে। যেহেতু ব্রিটিশরা মুসলমানদের থেকেই সেই মসনদ দখল করেছিল, আমাদের আন্দোলন-সংগ্রাম করে আবার সেই দিল্লির মসনদ উদ্ধার করতে হবে। যদি ভারত সরকারের আমাদের এই বিক্ষোভে টনক না নড়ে, তাহলে বাংলাদেশ থেকে আমরা প্রয়োজনে ভারতের দিকে অভিযান চালাব।’ এ সময় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার আলেমদের মুক্তি দাবি করেন তিনি।

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ফয়জুল করীম বলেন, ‘প্রতি মাসে গ্যাস ও তেলের দাম বাড়ছে। পানি ও চালের দাম বাড়ানো হচ্ছে। মানুষ কীভাবে জীবিকা নির্বাহ করবে, সেই চিন্তা সরকারের নেই। জিনিসপত্রের দাম সরকারকে আর বাড়াতে দেওয়া হবে না।’

মদের লাইসেন্স প্রসঙ্গে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘আপনারা কোরআনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন আর এ দেশের মুমিনেরা আঙুল চুষবে—এটা ভাবলে চলবে না। আল্লাহর বিধান ধরে রাখার জন্য এ দেশের মানুষ জীবন দেবে।’

সভাপতির বক্তব্যে দলটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনার পিতা জুয়া বন্ধ করেছিল, আপনি মদ চালু করেছেন। আপনি বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’

মুহাম্মাদ ইমতিয়াজ আলম আরও বলেন, ‘আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, ভারত যেভাবে হিজাব নিষিদ্ধ করেছে, আপনারা তার নিন্দা জানান। সরকার চাইছে মুদি দোকানের মতো মদ বিক্রি হবে। আমরা মুসলমানরা সেটা হতে দেব না।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

গণহত্যাকারীদের নির্বাচনে অংশ নেয়ার কোন অধিকার নাই;ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

২৪ এর অভ্যুত্থানে গণহত্যার রক্ত যাদের হাতে লেগে আছে, যারা দীর্ঘ স্বৈরশাসনে বাংলাদেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। এইদেশে কোন নির্বাচনে অংশ নেয়ার অধিকার তাদের নাই‌। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা বিরোধী বক্তব্য দিয়েছেন। অনতিবিলম্বে গণবিরোধী বক্তব্যের জন্য দেশবাসীর কাছে তাকে ক্ষমা চাইতে হবে।

নীতিবান ও আদর্শবান ব্যক্তিকে ক্ষমতায় না এনে বারবার আন্দোলন করে ভাগ্যের পরিবর্তন হবে না;মুফতী ফয়জুল করিম

এম শাহরিয়ার তাজ,রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে

প্রাথমিকে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি না করা ফ্যাসিবাদের অনুসরণ- জাতীয় শিক্ষক ফোরাম

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ের সম্পাদক ও জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয়

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি না করা ফ্যাসিবাদের অনুসরণ -জাতীয় শিক্ষক ফোরাম

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ের সম্পাদক ও জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয়

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১১ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৯ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৪০ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৯ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৮ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৬ পূর্বাহ্ণ