আসন্ন রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগানে বসেছে বিশেষ বাজার। গতকাল ১৯ মার্চ শনিবার ‘রমজান বাজার’ নামেই এই বিশেষ আয়োজনটি যাত্রা শুরু করেছে।
মুসলিমদের রমজানের কেনাকাটা সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রমজান বাজারে হালাল খাবার, ইসলামী পোশাক, মেহেদি, বিশেষ শুভেচ্ছা কার্ড, লণ্ঠনসহ গৃহসজ্জার বিভিন্ন ইসলামী উপকরণ পাওয়া যাচ্ছে।
বাজারে ২০টির বেশি স্টল খোলা হয়েছে।
রমজান বাজারের উদ্যোক্তা ফাতিমা সিদ্দিকি মনে করেন, ‘রমজান বাজার’ মুসলিমদের পবিত্র রমজান মাসকে স্বাগত জানাতে সাহায্য করবে। তিনি বলেন, ‘এটি মিশিগানের সব মুসলিম ব্যবসায়ীকে উৎসাহিত করার চেষ্টা, যেন তারা রমজানকে উৎসবমুখর পরিবেশে স্বাগত জানায়। ’
তিনি আরো বলেন, ‘রমজানে মুসলিম হিসেবে আমাদের অনুভূতি আরো সতেজ হয় এবং রমজান আমাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি করে। ’ উল্লেখ্য, ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে আগামী ২ এপ্রিল থেকে রমজান মাস শুরু হবে এবং তা ২ মে শেষ হবে। তবে চূড়ান্ত হিসাব চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
সূত্র: ইসলামী জীবন, অ্যাবাউট ইসলাম