আল আমীন ভোলা প্রতিনিধি
ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে জাঁ কতৃক নির্যাতনের শিকার হয়েছেন প্রবাসীর স্ত্রী খায়রুন বেগম(৩০) নামের এক গৃহবধূ। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামে আজিমুউদ্দিন হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
খায়রুন বেগম চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামের বাসিন্দা প্রবাসী মোঃ মাইনুদ্দিনের স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দীর্ঘ ৫ বছর আগে প্রবাসে পাড়ি জমান মাইনুদ্দিন। এসময় তার স্ত্রী ও ৩ মেয়েকে রেখে যান বাবা এবং বড় ভাইদের জিম্মায়। সেই থেকেই তার ভাই সিরাজ ও সিরাজের স্ত্রী মশুরা বেগম (৩৫) বিভিন্ন ভাবে নির্যাতন করতে থাকেন মাইনুদ্দিন স্ত্রী খায়রুন বেগমের উপর। সেই ধারাবাহিকতায় গত বুধবার বিকাল চার টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবর সিরাজ ও জাঁ মশুরা বেগম সহ ছেলে জুলাকার নাঈম(১৪) মেয়ে বিলকিস বেগম(২৫) মিলে একত্রিত হয়ে খায়রুন বেগম কে বেধড়ক মারধর করেন। এসময় গৃহবধূর আত্ম চিৎকার চেচামেচিতে স্থানীয় লোকজন ছুটে এসে অচেতন অবস্থায় খায়রুন বেগম উদ্ধার করা ভোলা সদর হাসপাতালে ভর্তি করান।
অপর দিকে অভিযুক্ত সিরাজ ও তার স্ত্রী মশুরা বেগম পলাতক থাকায়, একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাকির হোসেন জানান, তিনি এ ঘটনায় অবগত নয় তবে,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।