জবি সংবাদদাতা:
দ্বিতীয়বারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) হাল্ট প্রাইজ আন্তর্জাতিক প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে গেছে অনক্যাম্পাস রেজিস্ট্রেশন, চলবে ৫ মার্চ পর্যন্ত।
হাল্ট প্রাইজ হলো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিশ্বের বৃহত্তম বিজনেস আইডিয়া সৃষ্টিকারী একটি বার্ষিক প্রতিযোগিতা।
জাতিসংঘ ও বিল ক্লিনটন ফাউন্ডেশন আন্তর্জাতিক পর্যায়ে যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। তার আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয় এর ক্যাম্পাসভিত্তিক পর্ব। যা অনক্যাম্পাস নামে পরিচিত।
প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের শতাধিক দেশের প্রায় ১৫০০ বিশ্ববিদ্যালয়ে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গ্লোবাল ফাইনাল রাউন্ডে যে দলের বিজনেস আইডিয়া সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে, তাদেরকে “হাল্ট প্রাইজ ফাউন্ডেশন” কতৃক এক মিলিয়ন ডলার পুরস্কার হিসেবে দেওয়া হবে।
এই বিষয়ে ক্যাম্পাস ডিরেক্টর ফারিহা হোসেন বলেন, “আমরা এমন ব্যক্তিদের খুঁজছি যারা তাদের ব্যবসায়িক উদ্ভাবনী মানসিকতা ও পরিকল্পনার মাধ্যমে বিশ্বকে পরিবর্তন করার মানসিকতা রাখে। প্রচলিত সমস্যা গুলো নিয়ে কাজ করে আমাদের জীবনকে সহজ করবে এমন আইডিয়া গুলোই এবারের প্রতিযোগিতায় প্রাধান্য পাবে।”