ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মাননীয় রাষ্ট্রপতি সংলাপ করছেন। সংলাপকে তাৎপর্যহীন মনে করে কোন কোন রাজনৈতিক দল তাতে অংশ নেয়াটা সঙ্গত মনে করেনি।
আবার অনেক রাজনৈতিক দলই সংলাপে অংশ নেয়াকে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মনে করেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ যৌক্তিক কারণে সংলাপে অংশ নেয়নি।
সংলাপে অংশ নেয়া না নেয়া প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গী ও পলিসির বিষয়। এক্ষেত্রে সবারই স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবার এখতিয়ার আছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন সংলাপে যায়নি, তা ১ জানুয়ারী সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই বিস্তারিত ব্যাখ্যা করেছেন।
যেসব রাজনৈতক দল সংলাপে অংশ নিচ্ছে- পীর সাহেব চরমোনাই এদের কারো বিন্দুমাত্র সমালোচনা করেননি। এমনকি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কোন গুরুত্বপূর্ণ দায়িত্বশীলও এ পর্যন্ত সংলাপে অংশগ্রহনকারীদের নিয়ে কোন সমালোচনা বা বিরূপ মন্তব্য করেননি।
কিন্তু অতিব দুখঃজনক বিষয় হলো, ইসলামী আন্দোলনের বিভিন্ন শাখার কিছু অবিবেচক নেতা-কর্মী রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি অসম্মানজনক, অসৌজন্যমূলক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত শব্দ প্রয়োগ করছে।
এসব অপরিনামদর্শী অবিবেচকরা তাদের এহেন অশিষ্ট আচরণের মাধ্যমে ইসলামী আন্দোলনের কোন উপকারতো করছেই না বরং আমাদেরকে অপরাপর রাজনৈতিক বন্ধুদের কাছে বিব্রত করছে।
আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বন্ধুদের প্রতি অনুরোধ করবো; তারা যেন কোন রাজনৈতিক দলের প্রতি অসম্মানজনক, অশালীন ও অশিষ্ট মন্তব্য করা থেকে বিরত থাকেন এবং আমাদেরকে বিব্রতকর অবস্থায় না ফেলেন।
আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদেরকে আরো সহনশীল হওয়ার তাওফিক দিন।
গতকাল বৃহস্পতিবার রাতে গাজী আতাউর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে উপরোক্ত বিষয়গুলো উল্লেখ করেন।