সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ছাত্রদের থাকার জন্যে হল রয়েছে দুটি,দুটি হলে ৫০০ ছাত্রের বসবাস থাকলেও,সুপেয় পানির ব্যবস্থা নেই একটিতেও।
আব্দুল আজিজ নামে অনার্স ২য় বর্ষের এক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়,হলের জীবানু যুক্ত পানি পান করে ইতিমধ্যেই জন্ডিস সহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন শিক্ষার্থীরা,অসুস্থ হওয়ার ভয়ে বেশীরভাগ শিক্ষার্থী’ই বুয়েট সহ সুপেয় পানি সংগ্রহ করেন আশেপাশের মসজিদগুলো থেকে যা খুবই বিড়ম্বনার।
সাকিব নামে অনার্স প্রথম বর্ষের আর এক শিক্ষার্থী বলেন পানির অভাবে আমাদের অবস্থা খুবই নাজুক,পানি সমস্যা দূর করতে সাবমারসিবল পাম্প স্থাপনের দাবী জানাই। এমতাবস্থায় আজ সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ এর কাছে যান শিক্ষার্থীরা,সাধারণ শিক্ষার্থীদের পক্ষে নিশান চৌধুরী ও মাহমুদুল হাসান মাহমুদ এর সাক্ষরিত আবেদনে পানির তীব্র সংকটের কথা তুলে ধরে অনতিবিলম্বে সাবমারসিবল পাম্প স্থাপনের দাবী জানানো হয়। এসময় আরো উপস্থিত ছিলেন নিশান চৌধুরী, নাইমুল ইসলাম মাইফুল,মোঃ জুনায়েদ খান,আব্দুল আজিজ প্রমূখ।