দ্বীন ইসলাম থানা প্রতিনিধি(ডেমরা):- রাজধানীর যাত্রাবাড়ি পার্কের বিপরীতে অবস্থিত ডেমরা থানা মুক্তিযোদ্ধা কমাণ্ড কাউন্সিল কার্যালয় দখল করে গত বুধবার সকালে উপস্থিত মুক্তিযোদ্ধাদের মারধর ও লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ এলাকাবাসি।
শনিবার সকাল ১০ টায় যাত্রাবাড়ি শহীদ শেখ রাসেল পার্কের সামনে অবস্থান নিয়ে এ প্রতিবাদ সমাবেশ ও মিছিল করে।
প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিল আবুল কালাম অনু।
উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, মেজবাহ উদ্দিন মেজু,তারেক বাবু, জাহাঙ্গীর, সুন্দর আলী, এছাক সরকার, আবদুর রহমান, নজরুল কমাণ্ডার,নাছির কমান্ডার, আতাউর রহমান ফালুসহ আরো অনেকে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান জাহিদ হোসেন জুয়েল, আরিফুর রহমান, মো: সোহেল মিয়া,তৈয়ব আলী, রহমত আলী, রুবেল গাজী, সুজন,নাহিদ রানা রনি প্রমুখ।
সমাবেশে উপস্থিত মুক্তিযোদ্ধাবা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুদ্ধ করে আমরা ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন করেছিলাম। আজকে স্বাধীন দেশে আমাদের লাঞ্ছিত করা হয়। এরচেয়ে লজ্জা আর কি হতে পারে। তারা বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম যে দলের হাত দিয়ে অর্জিত হয়েছে, বর্তমানে সেঔ সরকার ক্ষমতায় আছে। তারপর ও মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করা কুলাঙ্গার সন্ত্রাসী নাজিম উদ্দীন (৪০) ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমাণ্ড কাউন্সিল এর সভাপতি গোলাম হোসেনসহ কয়েকজন মুক্তিযোদ্ধাকে মারধর ও লাঞ্ছিত করে এখনো বীরদর্পে পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে। আমরা অবিলম্বে তার গ্রেফতার দাবি জানাচ্ছি।