মুহাম্মাদ ফরহাদ মোল্লা, খুলনা প্রতিনিধি:
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর শাখার আয়োজনে মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি এস এমন আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুফতি হেলাল উদ্দিন শিকারি সঞ্চালনায় আই এ বি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আজ ৭ জানুয়ারি।
উক্ত মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির জয়েন সেক্রেটারী জেনারেল মুফতি মোস্তফা কামাল। প্রধান বক্তা ছিলেন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা কে এম আল-আমিন এহসান।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন, দেশের অধিকাংশ লোকই শ্রমিক। সকল শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে এবং আগামীতেও বঞ্চিত শ্রমিকদের পাশে নিয়ে কাজ করবে।
উক্ত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সভাপতি মুফতি আমানুল্লাহ, জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, মহানগর শাখার সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান, সেক্রেটারি শেখ নাসির উদ্দিন, জেলা শাখার সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জেলা কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক হাফেজ মঈন উদ্দিন, মহানগরের কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা গাজী নূর আহমদ, মহানগর শাখার সভাপতি আলহাজ্ব জাহিদুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি ছাত্র নেতা মুহাম্মদ নাজমুস সাকিব, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ফরহাদ মোল্লা, মোহাম্মদ হাবিবুল্লাহ মোঃ শরিফুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি বিগত কমিটিকে বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন।
জেলা কমিটি:
সভাপতি আলহাজ্ব জাহিদুর রহমান, সহ-সভাপতি নূরুল হুদা সাজু, সেক্রেটারী মুফতি হেলাল উদ্দিন শিকারি।
মহানগর কমিটি:
সভাপতি এসএম আবুল কালাম আজাদ ও সেক্রেটারী গাজী মুরাদ হাসান।
প্রধান অতিথির শপথ পাঠ এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।